ঘাসফড়িংয়ের পিঠে আজ
রক্তিম শিশিরের দাগ,
জানেনা বঞ্চিতরা
কে খেয়েছে তাদের ভাগ!
নক্ষত্রের সন্ধিপত্রের সূচনায়
কলঙ্কভাগী সবিতার ছোঁয়া।
ঘনবিন্যস্ত বস্তিতে ক্ষুধার অনল,
আহ্লাদে পতি ছাড়ছে তামাক-ধোঁয়া।
পুষ্প উদ্যানে ফল এলো কোত্থেকে?
সনির্বন্ধ অনুরোধে শুধায় মালি,
ফুল নিয়ে খেলা করে আজও জানেনি
মহাদেশ উদ্ভবে ছিল একটিমাত্র বালি।
সমগ্র পৃথিবী চক্কর মারা বিশ্বনিন্দক
স্ব-কর্ম শেষে ঠিকানা হয় নিজ কুটি।
চেতনারহিত মস্তিষ্ক তার সেদ্ধ হয়,
কী পেল-হারালো কী! কই সমাপ্তির খুঁটি?