কাইন্দো না সখী।
ভাত না পাই— সংবিধান খাব,
তৈলের দরকার কই?
নর্দমার জলে উন্নয়ন পুড়িয়ে খাব।
পায়ে জুতা নাই— শার্টখানা ছেড়া।
মাইনে পাই সাড়ে সাত হাজার।
সবজির বাজার ঘুইরা পকেট শূন্য,
মাছের সুমুখে দাঁড়াব কোন দুঃখে?
এককালে বেঁচে থাকার প্রয়াসে
মানুষ পশু শিকার করে বেড়াত।
আর এখন..! মানুষ শিকার করে
বাঁচতে শুরু করেছে মানুষ।
চোখের জল মাটিতে পড়তে দিও না,
বোতলবন্দী করে রাখো।
যেদিন সবার অশ্রু ফুরিয়ে আসবে,
সেদিন চড়া দামে বেইচ্চা দিব সব।