চোখের জলে ঘাম মিশিয়ে নিও,
স্বর্গের পথে বিছিয়ে দিও কাফন।
এইখানে— অরণ্যের গহীনে
দেহ খানা ধুয়ে নিও বৃষ্টির ঢলে।
তারা চলে যায় অন্তহীন দিগন্তের পথে,
ফিরে আসে মমতাময়ী মায়ের আঁচলে।
পৃথিবী যেখানে থেমে থাকে— পোড়ায় নিজেকে,
সেখানে ক্ষণে ক্ষণে ছুঁয়ে দিও প্রণয়ীর হৃদয়।
তোমার পদচিহ্ন নেই— অসুরণ করি বিষাদের ক্ষতস্থান,
তবুও দিশেহারা পথিক পাই না খোঁজে তোমার স্পর্শ।
প্রজন্ম হতে প্রজন্ম ঘুমন্ত অশরীরী আর্তনাদ
অধিকার খাটিয়ে আত্মপ্রকাশ করে মোর কণ্ঠে।