গুহার নয়নে আগুন ছিল,
লাকড়ির অভাবে পুড়েনি।
আমার বুকে ছিল প্রেমের ডিঙি
তোমার অভাবে ভাসা হয়নি।

ইচ্ছে হয় ঘাপটি মেরে বসে থাকি,
অবকাশ পেলে তোমায় সাথে ফিরব।
অঙ্কুরিত ফুল সেজে জেগে থাকি অহর্নিশ,
তবুও পাখি হয়ে ভেড়ো না আপন নীড়ে।

দুর্বিনীত মড়কে পীড়িত সহস্র জীবন,
কার গুলি কে পেলো জানে না রিভলভার।
দিগন্ত মাড়িয়ে দিগন্তে ছুটছে পড়শী-স্বজন,
তবুও সরে না মন— যাকে দিয়েছিল একবার।

হরিণের পাল ঘরে ফেরে,
তৃণলতার চোখ বেয়ে নামে শিশির।
পাহাড় বেয়ে আসে অজ্ঞাত মানবী,
অগ্নি ঘুঙুর বাজে তার পায়ে।