মানচিত্র খসে খসে ভেঙেছি নিজের নখর—
জীবিকার জঘন্যতম হিসেব,
বিকারগ্রস্ত সূর্যের অন্ধকারে মিলিয়ে যাওয়া,
একে একে নক্ষত্রের কলহে গালাগাল।
মশারির বহিরংশে মশাদের মহা আলোড়ন,
অবশেষে ভেঙেছে বেষ্টনী;
খুন, জখম, রক্তারক্তি—
যত্রতত্র ছিটকে পড়েছে লাশ।
পদপিষ্ট হয়ে মরেছে মানুষ, বুলেটের শোণিতে সয়লাব রণক্ষেত্রে।
ডাঙার মানুষ সব জলাভাবে মরছে,
জলের মানুষ জলস্ফীতির ভর্ৎসনায় মজেছে ডুবুডুবু খেলায়।
মৃত্তিকার পৃথিবীতে মানুষ এক ক্রীড়নক,
হাসি-ঠাট্টার খোরাক করে উল্লাসিত বিরোধী দল।
ময়না পাখির পায়ে বাঁশপাতার ঘুঙুর,
বাবুইয়ের ঠোঁটে বিচালির ভগ্নাংশ—
দূরান্ত হতে উড়ে আসা কাক, তার কোলজুড়ে নবাগত শিশু।
কোকিলটা তার পাশ দিয়ে উড়ে গেলো,
শিশুর করুণ চাহনি তার চক্ষুপানে।