যুদ্ধক্ষেত্র—
যার প্রাণ বাঁচাতে
নিজের হাত পড়ল কাটা,
যুদ্ধের ক্রান্তিকালে দাঁড়িয়ে
সে-ই তুলেছে আগ্নেয়াস্ত্র,
তাক করেছে মোর মাথায়—
রক্ত
রক্ত
রক্তজবার মত রক্ত,
আমার দেহ মাড়িয়ে
তার পাঞ্জাবির হাতায়।
খুনী সে,
যে আমার চক্ষু উপড়ে ফেলেছে—
তার প্রতি আমার কৃতজ্ঞতা
যে আমার রক্ত নিয়ে
খেলেছে জুয়া,
ধরেছে বাজি।
নিথর দেহ পড়ে রইবে
শূন্য উদ্যানে,
চারপাশে হাঁসফাঁস করবে
কৃতঘ্ন সৈনিকের
গলে যাওয়া ফুসফুস।
হার্পান সভ্যতার
পরিত্যক্ত এক পুষ্প উদ্যানে
তার শরীরের লোম
ফাঁসির দড়ি পরবে নিজের গলায়—
তারপর.......
কৃতঘ্ন সৈনিকের
মৃত্তিকায় মিশে যাওয়া,
সঙ্গে যাবে তার
হৃৎপিণ্ডভর্তী অহমিকা।