কোনো একদিন সুবিধে হলে
অরণ্যের পাখি হয়ে যাব।
কোনো একদিন সুযোগ পেলে
পত্রঝরা গাছের ফুল হয়ে যাব।
কোনো একদিন সূর্যের তাপে পুড়লে
সীমান্ত পাহারা দেওয়া পাথর হয়ে যাব।
কোনো একদিন জলের স্পর্শ পেলে
সমুদ্রের তলদেশের পোঁকা হয়ে যাব।
কোনো একদিন বরফের ছোঁয়া পেলে
মোহনায় ভাসমান ডিঙি হয়ে যাব।
কোনো একদিন অগ্নিশিখায় পুড়লে
ক্ষয়প্রাপ্ত লৌহদণ্ড হয়ে যাব।
কোনো একদিন গোরস্থানের পাশ দিয়ে গেলে
কোদালের গায়ে জমে থাকা মাটি হয়ে যাব।
কোনো একদিন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামীর কাছে গেলে
আড়ালে লুকানো মৃত্যুর ফাঁদ ফাঁসিকাষ্ঠ হয়ে যাব।
কোনো একদিন ফুটপাতে বিছানা পেলে
প্রজ্জ্বলিত সোডিয়াম আলো হয়ে যাব।
কোনো একদিন প্রশান্তির খোঁজ পেলে
আমার মায়ের আঁচল হয়ে যাব।
কোনো একদিন.......কোনো একদিন
সূর্যালোক হতে দূরে পুষ্পসজ্জিত
বিহঙ্গের রাজ্যের সন্ধান পেলে
ধীরে ধীরে আমি মানুষ হয়ে যাব।