নোনা ধরা দেহ— খায় ঘাসফড়িং।
টেলিফোনের ছেড়া তার
শ্যাওলা জমা হাওরের বুকে
বেঁধেছে ঘর— কাঁদতে কাঁদতে;
সহানুভূতির প্রবল স্পৃহা নিয়ে।

ঘাসুড়িয়ার হাত ভিজেছে রক্তে,
নীল রঙা রক্ত— ধানী জমির বুকে
ফুটন্ত খুদে নীল বর্ণা ফুলের রক্ত।
প্রজাপতিরা সব পাহাড় ছেড়ে
বসেছে ঘাসুড়িয়ার নেত্রপল্লবে।

হ্যালুসিনেশন— অনাবৃত চিরকুট
ভেতরটা ও রিক্ত— কোথাও তার নাম নেই।
অনাদর— অবহেলা— বিষাদ সিন্ধু
পৃথিবীর গর্ভাশয় গর্ভমোচন করে
প্রাচীন এক সভ্যতার।
মানুষেরা সব শূন্য চোখে তাকায়।
ইমারত নেই কোথাও— নেই যান্ত্রিকতা
যেদিকে চোখ ফিরে যেতে চায় সেদিকে
বনভূমি— মরু উদ্যান— বোকা পাখি,
সূর্যটা যেন শুভ্রতায় প্লাবিত একটি গোলাপ।