ঝড়ের ছটফটানি, ছাতার আশ্রয় পিছু ফেলে
একই সিঁড়িতে মুখোমুখি দু'জন।
তবুও কেউ চিনি না কাউকে; প্রতিদিন দেখি,
অথচ কখনো দেখা হয়নি আমাদের।

ফুটন্ত বাষ্পে দিঘলকেশী কামোন্মাদিনী,
তার প্রগাঢ় আকর্ষণে ডেকেছে আমায়।
সব কামনা, সব মনোরথ ছুড়ে ফেলে
হারিয়েছি তোমার মুখোমুখি হব বলে।

ক্ষুধা, বিদ্রোহ, লাশের মিছিল থেকে বেরিয়ে
নীল নক্ষত্রের পথ ধরে কোনো অচেনা দ্বীপ;
তুমি শুয়ে আছো তেঁতুল বনের আড়ালে,
তোমার স্পর্শ পাব ভেবে ধু ধু বালুচর সেজে লুকাই।

পৃথিবীর কোনো প্রান্তের কর্পোরেট চাকরিজীবী
যান্ত্রিক প্রেমিক মৃতের সমুদ্রে ডুবে মরে যায়।
অথচ...
আমার নেহাত একটা আক্ষেপ থেকেই যায়,
একটি জন্ম ধরে তোমার মুখোমুখি দাঁড়িয়ে ও তোমায় দেখতে পাইনি।