যাচ্ছেতাই জীবন আমার।
বাদামি চোখের উষ্ট্রের ঘাড়ে চেপে
তপ্ত মরুভূমির বায়ুহীন বিস্তর প্রান্তর
ছাড়িয়ে ছুটছে কচ্ছপের গতিতে।
দূরে চঞ্চল হরিণশাবক— আকাশ বেয়ে
আগুনের ফুলকি নেমে আসছে
বৃষ্টির মত বিরামহীন, নির্বিচারে।
আশেপাশে শবদাহের চুল্লি নেই কোথাও।
গুলির শব্দ— বিস্ফোরিত বোমার ক্রন্দন,
নিস্পন্দ ভূমির বুক জুড়ে কান্নার রোল,
বনের রাজা সিংহ— সরে পড়ে আশ্রয়ে।
বাঘ— সে তো পালিয়েছে ঢের আগে।
পাখিরা অরণ্য ছেড়ে লোকালয়ে যায়,
লোকালয় ছেড়ে আবার অরণ্যে ফিরে।
পিশাচের হাসিতে ভরে উঠে মানুষের মন,
মৃত মায়ের স্তন নেড়েচেড়ে দেখে হরিণছানা—
আহার্য মিলে যদি চক্রবৃদ্ধি হারে!