চোখের সামনে প্রখর আলোহীনতা;
বিনাশ করো খর্পর,
ধোলাই করো মগজ,
মুছে দাও যবনিকার গায়ে
জমাট বাঁধা থুথু।
অন্তঃপুরবাসিনী,
এবার এসো মোর চক্ষু-ঘরে।
দেখব,
শুনব,
গাইব
তোমার সুরে।
কাছে এসো
বোসো
হারিয়ে যাও
.............
পুনরাবৃত্তি।
সজোরে দম নিয়ে ঘুচাও শূন্যতা।
তাকাও
সম্মুখে,
পশ্চাতে,
অন্তরালে,
আসমানের দিকে।
বাড়াও দু'হাত,
টেনে নাও কাছে—
আলিঙ্গন কিংবা চুম্বন।
মেঘের বালিশ। মাথা গুঁজাও—
ঘুমিয়ে পড়ো,
শুনবে ঘুমপাড়ানি গান?
এই স্কন্ধ বিশ্বাসের,
ভরসার—
কভুও ছিটকে পড়েনি ফুল।
প্রণয়লহরীর পদাশ্রয়—
অনুসরণ করে এসো
চোখের নিকটে,
নিকট হতে সন্নিকটে
চোখ হয়ে যাও আমার।
বাড়াও দু'হাত,
টেনে নাও কাছে—
আলিঙ্গন কিংবা চুম্বন।