এসেছে, এসেছে আবারও মাহে রমজান
এই মাস যে পেয়েছে সবচাইতে বেশী সম্মান
তাই তো সৌভাগ্য তার যে পেয়েছে আত্নশুদ্ধির ঘ্রান
মুসলিমদের এর চাইতে খুশির খবর কী আর হতে পারে
মুছে যাক শেষ হয়ে যাক আছে যত পাপের বোঝা ঘাড়ে
সোনা যেমন আগুনে পুড়ে হয়গো খাঁটি
তেমনিভাবে মানব হ্নদয় ইবাদতে হয় পরিপাটি
পৃথিবীর সকল সম্পদের মূল্যের উর্ধ্বে মাহে রমজান
এই মাসেই নাজিল হয়েছে শ্রেষ্ঠ গ্রন্থ আল-কুরআন
এই মাসেই আছে ওগো লাইলাতুল কদর।
সেই রাতে আল্লাহ্ বিছিয়ে দেন রহমতের চাদর
বড়ই হতভাগা সেই মুমিন-
এই রাত্রী পেয়ে যে করতে পারলো না হ্নদয় পাপহীন!
এসো সবাই শপথ করি একসাথে
নামাজ রোজা করে চলবো মোরা আল্লাহর পথে
যাকাত দিবো, দান করবো আল্লাহর নৈকট্য লাভের আশায়
জনে জনে খবর নিবো গরীব দুঃখীদের বাসায়
রোজা রেখে বুঝবো মোরা ক্ষুধার্তদের কষ্ট
একটি দিনও করবো না বাজে কাজে নষ্ট।
০৬/০৫/২০১৯