হাজার টাকার লাল শাড়িতে
মেয়েটি একেঁছিল লক্ষ টাকার স্বপ্ন!
এইতো আর ক'টা দিন....
পাবে সে একটা টকটকে লাল শাড়ি
শাড়িটার ওজন হবে বেশ ভারী।
শাড়িটিতে হাতের কাজ থাকা চাই
বার হাতের এক হাত কম হলে হবে না।
আমি নিজে দোকানে গিয়ে পছন্দ করে কিনবো।
আমার নতুন জীবনের প্রথম শাড়ী
যা তা হলে তো হবে না!
শুধু কী হাতের কাজ?
সুন্দর পাড় থাকা চাই।
আমি আমার শরীরের সাথে মিলিয়ে নিবো।
পাতলা সুতোর শাড়ী কিন্ত নিবো না।
শাড়ীর সঙ্গে মিলিয়ে গয়না কিনবো।
এই সব মনে মনে ভাবে আর হাসে !
আবার একটু পর মন খারাপ করে বসে থাকে।
আমি পাবো ত মনের মতো শাড়ী?
নতুন জীবনের প্রথম শাড়ী যদি খারাপ হয়!
লোকে যদি বলে শাড়িটি পড়ে তোমাকে মানায় না।
তাহলে কী হবে?
তাও আবার নতুন জীবনের প্রথম শাড়ী।
এই সব চিন্তায় দিনও যেন কাটে না।
অবশেষে আসল সেই প্রতীক্ষার দিন
ভায়ের মোটরসাইকেলে মেয়েটি গেল মার্কেটে।
পনেরোটি দোকান খুঁজে পছন্দ হলো একটি লাল শাড়ী!
গায়ে জড়িয়ে দেখে আয়নার সামনে
বেশ ভালোয় মানিয়েছে।
দোকানদারও বলে আপা সেইরকম...
মেয়েটি মুচকী হেসে বলে সত্যিই!
দেখেন মিথ্যে বলিয়েননা নতুন জীবনের প্রথম শাড়ী।
না আপা খুব সুন্দর মানিয়েছে।
অবশেষে কিনলো একটি লাল শাড়ী।
গয়নার দোকানে গিয়ে শাড়ির সাথে মিলিয়ে কেনা হলো গয়না।
এবার মেয়েটির মুখে স্বস্তির ছাপ;
একটা বড় বোঝা নামলো মাথা থেকে
বাড়ি গিয়ে শাড়ীটা পড়ে সবাইকে দেখাবো!
সেই খুশিতে মগ্ন হয়ে ভায়ের মটরসাইকেল এ পিছে বসে শুধুই হাসে
এইতো আর একটু গেলেই বাসা
বাসাই গিয়ে আগে শাড়ীটা পড়বো।
বান্ধবী অধরাকে দেখাবো....
হঠাৎ করেই একটা ট্রাক ধাক্কা দিলো মটরসাইকেলে
লাল শাড়িটি বুকে জড়িয়ে রাস্তার পাশে পড়ে রইলো মেয়েটি,
লাল শাড়ীটি আরো গাঢ় লালে পরিণত হলো।
শাড়ীর সঙ্গে মেলানো চুড়ির ভাঙ্গা
খন্ড গুলো যেনমেয়েটির এক একটি স্বপ্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ।
একটু আগে যে মেয়েটি লাল কাপড়
পড়ার স্বপ্ন দেখছিলো!
এখন সেই মেয়েটিই জীবনের শেষ সাদা কাপড় পড়ার স্বপ্ন দেখছে।
পৃথিবীর স্বপ্নগুলো খুব অদ্ভুত!
লাল শাড়ীর স্বপ্ন হঠাৎ করেই সাদা হয়ে যায়।।