তখন ছিল সাঁঝের বিকেল, আকাশ ভরা লাল,
রঙ্গিন আলোয় রঙ্গিন হলো, ফুল বাগিচার ডাল।
কাঁশ ঘেরা সেই গড়াই নদী, নিথর ও নিশ্চুপ,
মৃদু হাওয়ায় ফুলের গন্ধ, মন ভোলানো রূপ।
আহা! আমার শরৎ ঋতুর, চোখ জুড়ানো সাজ,
গোলাপ ঠোটে শিশির এলো, মুক্ত দানার তাজ।
আয়োজনের লাল গালিচায়, এলো একটা পাখি,
ময়না, টিয়া,আমি তারে, টুকটুকিও ডাকি।
-------------------------------------------