যায় বসন্ত,ফিরে আসে বন্ধু নিঠুর প্রেমের খেলা,
হেরে হেরে কেন্দে মরি রে বন্ধু বইয়ে চলছে বেলা,
রঙিন স্বপনের নাও ভাসাইয়া আমায় ভুইলা গেলা,
তোমার প্রেমে মইজা বন্ধু, আমার দুঃখ যত তোলা।
তোমায় লইয়া কত নীশি জাইগা করছি পার,
রঙ্গিন স্বপন বুনছি কত হিসাব নাই যে তার,
অথৈই পাথার বুকে আমার পার করার নাই ভেলা,
কেমনে যাইবা প্রাণবন্ধু আমায় রইখা যে একেলা।
লোকে বলে পাষাণ বন্ধু, রে বন্ধু নাইকো তোমার হিয়া,
জাইনা শুইনা বিষানলে গো বন্ধু পুড়তাছি ঝাফ দিয়া,
নিধান কালে ছাইড়া গেলি রে বন্ধু, রাইখা নিদারুণ একেলা।
--------------------------------------------------
আমি>দেহ
বন্ধ>আত্মা