এক পশলা কালকে এসো-
ঝিঙ্গে ফুলের মাচায়,
শরৎ বেলার ঐ গোধূলী-
মনটা যখন নাচায়।
মায়াবী জাল ছড়িয়ে দিও-
বাঁকা হাসির ঠোটে,
হাসনা হেনা মাতাল যখন,
গহীন নিশের লুটে।
নৃত্যে তোমার ঝুমুর ঝুমুর-
মনটা যখন মাতায়,
টাপুর টুপুর প্রেমের ছোঁয়া-
শিউলি পাতায় পাতায়।
দোল দোলা দোল লুকোচুরি
ডিঙ্গি নৌকার পালে,
বাদলা হওয়ায় উদাসী মন-
ঢেউয়ের তালে তালে।
আকাশ ভরে যখন খেলো -
রঙ্গের মাখামাখি,
আজও আমি জালনা খুলে
একলা বসে থাকি।