বৃষ্টি গাঢ় ঝাপসা ভীষণ
পাশের বাড়ীর বেলকুনি,
চুপটি করে লুকিয়ে দেখি
তোমার শাড়ীর নীলখানি।
দূর আকাশের গাঢ় মেঘে
তোমার বুঝি সখ্য বেশ,
মুগ্ধ হয়ে লুকিয়ে দেখি
হাওয়া উড়াও এলো কেশ।
বেলি ফুলের মন রেঙ্গেছে
ফুটবে তোমার খোপাতে,
তাই বুঝি খুব মলিন ভূষণ
বাগান জুড়ে শাখাতে।
তোমার হাতের রেশমি চুড়ি
রিমিঝিমি বাজলে সুর,
বৃষ্টি আড়ে একটি বুকে
মাতাল ঢেউয়ের সমদ্দুর।
ফুলফুটিয়ের রঙ্গিন ঠোটে
হঠাৎ তুমি হাসলে যেই,
মেঘের কোনে রোদের ঝিলিক
বৃষ্টি হারায় আপন খেই।
-------------------------------------
অনেক দিন পরে এলাম। কবিতার আসর এবং প্রিয় কবিদের সুন্দর সুন্দর অনেক কবিতা নিশ্চই মিস করেছি। আর আমাকে কবিতার আসর মনে রেখেছি কি?