রঙিন প্রভায় ঘাটের কূলে,
এক ময়ুরী পেখম মেলে,
গানের পাখি প্রজাপতি
ডানা খোলা উড়ার সাথি।
চরণ যুগল ঢেউয়ে ভিজে,
আলোর ঝলোক, রঙের মাঝে।
আলো নাচে জলের তালে,
সেই তালে এই প্রাঁণটা দোলে।
আহা অমন চরণ যুগল,
একটু প্রিয় করো আড়াল।
পুষ্পগুলো লাজে মরে,
চরণ তলে পড়ছে ঝরে।