রঙ্গের খেলা হইলো
বেলা কত বইলো,
কাজের কাজ কিছু হইলো না।
বসন্ত আসিল
বনের ফুল ফুটিল,
পোড়া কোকিল গান গাইল না।
নদে বান আসিল
নিশি চাঁদ হাসিল
স্বাদের বৈঠা বাওয়া হইল না।
অসময়ে কে আসিয়া,
পারে কান্দে বাসিয়া,
পারের মাঝি তোর আর ফিরবে না।
ভাবো ও ভোলা মন,
হও একটু সচেতন,
সময় গেলে তারে পাইবা না।
======<>=======