উৎসর্গঃ আমার ভার্সিটির সকল প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে-
একটা তারা,দুইটা তারা, তারা অনেকগুলো,
ঝলমলিয়ে তারার আলোয় আকাশ রঙ্গীন হলো।
বৃষ্টি ভেজা মুচকি হাসি যখন ঠোঁটে ঠোঁটে,
রাতের হাওয়ার গন্ধ বিলাস শিউলি-বকুল ফুটে।
হঠাৎ দেখে মুগ্ধ হলাম এমন তারার মেলা,
ভর দুপুরে বইছে কত আমার কাজের বেলা।
সব তারারাই দুলছে ভীষণ একটা তারা বাকী,
যেই তারাটা আকাশ ছাড়া, আমি অদম না-কি?
দুষ্টু তারা মালা হয়ে, থাকিস অটুট মিলে,
ভালবাসার আলো নিয়ে, তারার ফুলে ফুলে।