মাগো আমার জন্মভূমি তোমায় ভালবেসে,
প্রাণটা আমার দিতে পারি এক নিমিশে হেসে।
হাজার দেশের হাজার আলো হাজার রঙের মুখ,
তোমার শ্যামল শীতল ছায়ায় আমার ভরে বুক।
রোদ দুপুরে প্রাণটা জুড়ায় যখন হাওয়া এসে,
ইচ্ছে করে লুকিয়ে থাকি তোমার কোলে এসে॥
তোমার পথের একটি ধূলাও আমার আপন কেউ,
ভর দুপুরে সবুজ মাঠে সবুজ ধানের ঢেউ।
যখন দাড়াই বিকেল শেষে কোথাও ক্ষেতের পাশে
ইচ্ছে করে ছুঁয়ে আসি, হাওয়ায় মিশে মিশে॥
ইচ্ছে করে পালিয়ে বেড়াই ঘর ফেলে তোর ঘরে,
যেথায় মাঝির নৌকা চলে কাঁশ বনের পথ ধারে।
ডালে ডালে শিউলি পলাশ হাওয়া ভেসে ভেসে,
আমায় বলে,আকাশ নদীর মিলন দেখো এসে॥
পৌষের রাতে ঘুম হারা চোখ চলছে যখন মাড়াই,
খোলা মাঠে খেই হাড়িয়ে কিসের মায়ায় হারাই।
ঘাটলা ধারে আনমনা এই একলা যখন বসে,
ঘোমটা খুলে শশীবতী দীঘির জলে হাসে॥