যুদ্ধ করলে, বাহু জোরে রাজ্য হবে জয়,
কালন্তরে কঠিন পাথর তাও তো হবে ক্ষয়।
ইচ্ছেগুণে তোমার হাসি ঝুলবে আমার ঘরে,
পাড়ার নিতাই মনের সুখে দেখবে নেপাল ঘুরে।
কিন্তু তোমার মনের ভাষা নয়তো অতো সোজা,
আমার মাথা গুলিয়ে খেলেও যায়না তোমায় বোঝা।