তোমার আমার এই দূরত্ব; আমার নাকি তৈরি তা!
দিনে দিনে প্রণয় বিনে, বাড়ছে যত বৈরিতা।
পেরিয়ে গেল গুণে গুণে চার বছরের দিনগুলো,
চিলে কোঠায় ছটফটিয়ে মরছে যত ঋণগুলো।
চোখ মেলে কি দেখছো আকাশ স্বচ্ছ ভেজা বৃষ্টিতে,
তোমার ছায়া লুকিয়ে আজও গহিন ডাগর দৃষ্টিতে।
মাঝে মাঝে চমকিত হই, তোমার যত খুঁনসুটি,
নীল আকাশে উড়তে বাড়াও পাখির মত হাত দুটি।
সেদিন দেখি ডালিম গাছে লাল করেছে ফুলফুটে,
ভেজা পাতায় জোছনা ঝরে সান বাধাঁনো সেই ঘাটে।
মনের কোনে বাদলা আকাশ, থমথমিয়ে মেঘ নামে,
বিষাদ গাঁথার উড়ো চিঠি, পৌছে যখন নীল খামে।
ঝরঝরা সব মিষ্টি হাসি রাখছি সিকায় জমিয়ে,
ঘরে ফিরে দেখবো একা ব্যস্ততা সব কমিয়ে।
একলা আমি একলা মানুষ একলা আমার সব,
একলা আমি আজ ভাল নেই, সব মনে হয় শব।
প্রতিক্ষনে তোমায় খুঁজি তোমায় করি মিস,
এই কথাটার প্রমাণ দিতে কোথায় দিব ফিস।
তোমার প্রণয়-প্রেমিক আমি;চাইনা দিতে প্রমাণ আর,
দেখবে যেদিন জানালা খুলে তারার মেলায় শুভাকর।
এই আমিতে সেদিন সবে খুঁজবে না আর খেয়ালী,
আমি হব প্রণয় পরশ তোমার চোখের দেয়ালী।
***