আমি ধন্য, আমি গর্বিত
জন্মে এই বাংলায়,
যে পথে স্বপ্ন ঝরেছে কত
শ্যামল পল্লী ধূলায়।
এখানে ঘুমায় মহান পুরুষ
মাটিকে ফলিয়ে সোনা,
প্রিয়তম প্রাণ দিয়ে গেছে
তবু দেয়নি একটি ধূলিকণা।
এখানে কত স্বপ্ন ভেঙ্গেছে
মৃত্যুর বাহুডোরে,
আধার ঘেরা প্রান্ত হেসেছে
অরুণ রাঙা ভোরে।
এখানে আছে সবুজের প্রেম
পাখির মিষ্টি গান,
ঝড়ে হারানো বেদনা শত
হাসি স্মৃতি অম্লান।
এখানে আছে জিবন যুদ্ধ
জিবিকার জন্য লড়াই,
বুক ভরা প্রেম, মুষ্টিবদ্ধ
সোনালী সকালে উড়াই।
এখানে আছে হাজার নদী
পদ্মা, মেঘনা সেরা,
সবুজ শ্যামল বনানীতে আছে
মায়ের কোলে ঘেরা।