স্কুল গেটে নীল নয়না
বলছি তাকাও ফিরে,
ওরে বাবা পিছে দেখ
দাদা আসছে ধীরে।
নীল নয়না ফিরে দেখ
পিছের বেঞ্চে আছি,
বেত উচিয়ে মাষ্টার মশায়
কিসের কানা মাছি।
নীল নয়না একটু তাকাও
লাইনে তোমার পাশে,
চুপ থাক পাজি! সাহস কত
পিটির মাঠে হাসে।
নীল নয়না খামটি ধরো
যাওনা ভুলে কছুর,
আরে আরে হচ্ছেটা কি!
সামনে পাড়ার হুজুর।
নীল নয়না জালানা খুলো
একটু ভালোবাসি,
জানালায় দেখ আমার দাদুর
ফোকলা দাঁতের হাসি।
নীল নয়না ভাবছি তোমায়
ফন্দি ফিকির ছাড়া,
কেমন আছে আমায় দেখে
মুছকি হাসতো যারা।