রিনিঝিনি বৃষ্টিরা ছুয়ে ছুয়ে দিবে,
অপরূপ শিহরণে চমকিত হবে,
শিউলির পাতা ছুয়ে হাওয়াগুলি এসে,
ঢলে ঢলে বয়ে যায় বাতায়ন ঘেষে।
আষাঢ়ীয় ফুলগুলো ফুটে ফুটে বেশ,
ডালে ডালে টুপটাপ রয়ে যায় রেশ,
জলে রোদে ছুই ছুই গোধূলীরা বাকী,
ফেলে আসা নীলপটে রামধনু আঁকি।
টুপ টাপ বৃষ্টিতে খোঁজে দুটি চোখ,
লাজে ভীরু রাঙ্গা শাড়ি লাল টুকটুক
হেসে হেসে তুমি এসে বেলকুনিতে,
চোখা চুখি খেলা হবে মন হারাতে।
ঝিঙ্গে ফুলে প্রজাপতি,দোল দোল দোলা,
মেঘে রোদে বৃষ্টিতে, লুকোচুরি খেলা,
দীরু হাওয়া মৃদু বয়,এলো ঘন কেশে,
কত কথা ছবি হয়ে জানালায় আসে।
বেলা করে যাই যাই, বলাকাদের দল
তীর থেকে নীরে যায় বয়ে হাটু জল,
সাঁঝে মেয়ে চুপ চাপ নিরবতায় এসে,
সুভাকর চিলেকোঠায় তুমি নেই পাশে।
মায়া মায়া শ্যামলীমা ভেজা ভরা মাঠ,
বর্ষায় কাঁচা ক্ষেত, রূপে রাঙ্গা ঠোট,
কলমির কামনায় কাড়ে দুটি চোখ,
ভেসে রয় মায়াময় প্রিয় তোর মুখ।