কাটবে আধার, ফুটবে আলো
বন্ধু ধরো হাত,
আমরা আনি, ফুল সুরভি
আগামীর সাওগাত।
ভয় কি তোমার, তুচ্ছ রাহু,
আমরা তোমার সাথে,
দেখলে আধার, জ্বালাও মশাল
মুষ্টি দ্বীপ্ত হাতে।
আসবে তুফান, ভাসবে সকল
মোদের জয়ো তানে,
কাঁধে কাধ, মিলাও বন্ধু
প্রেমোক্যতার গানে।
পাহাড় নদী কিসে বাঁধা,
আমরা বাঁধন হারা,
জয়ের জন্য শপথ নিয়ে
আমরা হই ঘর ছাড়া।
মুছবো মোরা ন্যায়ে সুরে
অনাচারের সুর,
বন্ধু তুমি কণ্ঠ দিলে
লাগবে সুমধুর।