তুমি বললে,আমি নাকি বড্ড আনমনা,
তোমার মুখের হাসিও নাকি সে দিন আমায়
ডেকেছিল কিন্তু আমি বুঝিনি সে হাসির নিপুণতায়।
তোমার চোখেও নাকি ভাষা আছে
কিন্তু আমি বড্ড উদাস, তাই হয়নি পড়া,
অথচ এতদিনে তুমি মুখ ফুটে বললে, আমি নাকি বড্ড আনমনা।
তোমার চিকন শ্যামলা ঠোটেও নাকি মায়া আছে,
আমার চোখে পড়েনি কখনো,
সেদিন দেখা হওয়াতে তুমি বললে,
আমি নাকি বড্ড আনমনা।
আমাকে উপহার দেওয়া সে কলমটায়ও
নাকি লেখা ছিল তোমার মনের কথা,
কিন্তু আমি তোমার জন্য প্রেমের পদ্য লিখে লিখে কালি শেষ করেছি,
তবুও চোখে পড়েনি;
অনেকদিন পরে তুমি বললে, আমি নাকি বড্ড আনমনা।