মনটা আমার উদাস ভারী
শিশুর মত দুরন্ত,
নীল আকাশে উড়লে পাখি
হয় সে কেমন অশান্ত।
পাখি ডাকা মিষ্টি ভোরে
হয় যে খেয়াল খোলা সে,
ফোটা ফুলে ফাগুন হাওয়া
দিচ্ছে যখন দোলা যে।
মাঝে মাঝে রাত দুপুরে
ছোটে চোখের ঘুমটা,
সাদা মেঘে, চাঁদের মেয়ে
পরে যখন ঘোমটা।
হঠাৎ হঠাৎ ভর দুপুরে
কেমন উদাস থাকে মনটা,
বাশের বাঁশি মাতায় যখন
তেপান্তরের কোনটা।
বৃষ্টি এলে চাঁদনী রাতে
আমি কেন উদাস হই,
একলা একা জানালা খুলে
দূরের পানে চেয়ে রই।
সীমের মাচায় কাঠ বিড়ালী
নাচায় যখন লেজটা,
ভাবনা ভেলায় মনটা আমার
হারায় আপন তেজটা।
জোনাকীরা দল বেঁধে সব
আসে যখন ঝোপ-ঝারে,
মনটা হঠাৎ পালিয়ে বেড়ায়
একলা আমি রই ঘরে।
পাল ছেড়া ঐ পূবের হাওয়া
কাঁশ বনে যেই ঢেউ খেলে,
আত্মহারা মন পাখিটা
কেন যেন সে ঘর ভোলে।
------------------------------
আমার খুব প্রিয় একজন। মিষ্টি হেসে বলল, আমারও নাকি মনপাখি আছে। তাই মন পাখির সন্ধান করতে গিয়ে লিখে ফেললাম আমার আবোলতালোল অকবিতা বিশেষ।