অবসরে একা ফিরে যায় মন
সেই সব সোনালি দিনে,
স্মৃতির জানালায় দিনগুলো ভাসে
সময়ের ব্যবধানে।
সন্ধ্যে হলে গোলাপী আলো
রেল লাইনের যে পাশে,
তুমি-আমি আর হাজারো গল্প
স্বপ্নের পরিসরে।
সেখানে আকাশ, শান্ত নদী
মিষ্টি নীলাভ জলে,
এখন আর একা হয় না ফেরা
পরন্ত বিকেলে।
সুখের বোঝা ভেজায় ভারী
হচ্ছে দিনে দিনে,
আমি এখনো ঋণ খেলাপি
তোমার প্রেমের ঋণে!