বলেছিলে,
আকাশ থেকে এনে দিবে একটু খানি নীল,
তাইতো দুটি চোকের পাতায় সেজেছি বর্ণিল।

বলেছিলে,
হাজার ফুলের পরাগ থেকে আনবে একটু ছোঁয়া,
তাইতো হৃদয় উঠলো দুলে, মৃদু ফাগুন হাওয়া।

বলেছিলে,
সন্ধ্যা রাতের সুখ তারাটায় পরিয়ে দিবে টিপ,
তাইতো চোখে খÐছবি ভালোবাসার দ্বীপ।

বলেছিলে,
অনেক কথার পসরা হবে, যা আছে সব জমে,
চাঁদনী রাতে একলা ঘরে, বৃষ্টি যখন নামে।

কিন্তু, তুমি,
অন্য তুমি! ভুলতে পারলে একা সব,
কোথাও কিছু হয়নি যেমন,এমনি তোমার সহজ ভাব।