চারি দিকে আজ রঙের ছোঁয়া
যা দেখি লাগে ভালো,
নব জোয়ারে ভেসেছি তাই
দৃষ্টি ঝলোমলো।

ভয়-ডরে টলিবনা কবু
যেখানে ভীরুরা নত
মৃত্যুর পাঞ্চরে চঞ্চল আমি
ভীষণ দুর্বীনিত।

বিপদে উড়াই জয়ের ফানুসু,
যুদ্ধে টলে না বাহু,
গর্জে উঠি হিংস্র নেশায়
ভীত শত অপরাহু।

কারো কাছে শির করি নাকো নত
শুধু প্রেমের পরশে হই কাতর,
প্রতিঘাতে আমি মরিয়া ভীষণ
হৃদয় কঠিন পাথর।

আর্তের তরে দরদী মন
সেবায় কোমল কাঁদা,
দু-চোখে মোর সোনালী ফ্রেম
আজ যৌবনে পরেছে বাঁধা।