যেইখানেতে একটা নদী
সবুজ ক্ষেতের বাঁকে,
সাঁঝের বেলা ঝোপের ধারে
ডাহুক ছানা ডাকে।

যেখানেতে দুপুর রোদে
শ্যামল তরুর ছায়া,
ছাগলছানার কঁচি মুখে
মন ভরানো মায়া।

যেই ঘাটেতে পাড়ার শিশুর
ডুবা-ডুবি খেলা,
নতুন পানির সরস বানে,
কলা পাতার ভেলা।

যেখানটাতে ঝিঁ ঝিঁ পোকা
সুরে-সুরে ডাকে,
কাঠবিড়ালীর দুরন্ত চোখ
পেয়ারা ডালের ফাঁকে।

যেইখানেতে দরজা খুলে
মায়ের বসে থাকা,
সবুজ-সরু মেঠো  পথটি
ভীষণ আকাঁ-বাঁকা।

সেইখানেতে একটি গ্রাম
আমায় শুধু ডাকে,
সুয্যি যখন শেষ বিকেলে
গোধূলীর রঙ মাখে।