প্রেম নদের ও নীলাভ জলে,
বইছে মৃদু হাওয়া,
তোর সাথে কেন হয় না সখি,
প্রেমের বৈঠা বাওয়া।
ভাবছি সখি কেমনে হাসো,
মোনটা যে তোর ঊড়ু,
প্রেম-বসন্ত যাচ্ছে চলে,
হয়নি তো প্রেম শুরু।
ভাসবি একা প্রেম সাগরে,
আমার চৈতী খড়া,
তোর বাড়ী আজ সুখ বসন্ত,
দুঃখ আমার ভরা।
আমি হয়তো ভাবছি সখি,
তুমি অন্য কিছু,
প্রেম বলে যা সংজ্ঞা জানা,
ভাবনা বাড়ায় পিছু।
***