একমুঠো সুখ তোমায় দেব,
লুকিয়ে রেখ বুকে,
খানিক আমায় বিলিয়ে দিও
পড়লে অসীম দুঃখে।
জোছনা ভরা আকাশ দেব,
জ্বালিও সুখের বাতি,
আধাঁর যখন, একলা পথে
হইও আমার সাথি।
ঝরর্ণা ধারার পাহাড় দেব,
শুনবে কলতান,
আমায় সখি একটু শুনিও
সুজন ভাইদার গান।
এক বসন্ত তোমায় দেব
সাঁজিও ফুলেল ঘর,
শীতল ছাঁয়া আমায় দিও
চৈত্রের খড়রত।
একখানি পৌষ তোমায় দেব
ফসল ভরা মাঠ,
উধার পুরে অন্ন দিয়ে
চুকলে ঘোলার পাট।
এক কবিতা তোমায় দেব
ছন্দে হৃদয় ভেজা,
সোনা দেহ মিশলে ভূঁইয়ে
আমায় রেখ তাজা।
***