ভেজা শশী ছড়াও আলো
আজ হেমন্তি রাত,
হ্ওয়াই ঘোড়ায় দূরদিগন্তে
ভেসে যাওয়ার স্বাদ।
শিউলি-বকুল গন্ধ ছড়াও
মাতাল হয়ে দেখি,
কাজল দীঘির জলে
কেমন আলোর মাখা-মাখি।
ঝোনাকীরা জ্বালাও বাতি
দেখি তোমার মুখ,
সবুজ ক্ষেতের শ্যামল মায়ায়
কেমন ভরা বুক।
বক পঙ্খিরা ঝগড়া থামাও
শুর ধরছে কী মাঝি,
লেবুর থোকায় ফুল ফুটেছে
হৈম এল তায় আজ-ই।
***
২০১৫ এর বইমেলায় বাছাইকৃত ১০০ জনের ১০০-১১০টি কবতিা প্রকাশের জন্য কবিতা আহŸান করা হয়েছে কিন্তু কেমন কবতিা দেব বুঝে উঠতে পারছি না।