প্রজাপতির পাখা
রঙ্গিন নক্শা আঁকা,
তার মুখের ও হাসি
মিষ্টি রোদের রাশি।
আহা কেমন মজা
আকাশ বৃষ্টি ভেজা,
আঁখি পটে মায়া
বিকেল বেলার ছাঁয়া।
টুকটুকে লাল শাড়ী
ভিনদেশী এক পরী
সেজেছে কি ঢংঙে
রামধনুর সব রঙে।
করছো কি গো গান
মিষ্টি মধুর তান
ব্যকুল আমার প্রাণ,
করছে যে আনচান।
উদাস কোথায় চেয়ে
ওগো অচিন মেয়ে
এমনি সন্ধ্যা বেলা
বেলকুনিতে একলা।
***