তুমি আমার রঙ্গের বেলুন
উড়াই সকাল দুপুর,
ছাঁয়ায় ঘেরা ঠান্ডা জলের
ছোট্ট একটি পুকুর।

তুমি আমার প্রজাপতি
ফুলে ফুলে ঊড়া,
তুমি আমার শীতের সকাল
মিষ্টি রোদে ভরা।

তুমি আমার শিউলি ফুল
গন্ধে মাতাও ভারী,
জোছনা ভরা নীল আকাশে
সাদা মেঘের শাড়ী।

তুমি আমার সাঁঝের বেলা
ঝোনাকিদের আলো,
তুমি আমার ভোরের পাখি,
গানের গলা ভাল।

তুমি আমার গ্রাম্য উঠান,
ঝিঙ্গে ফুলের মাচা,
তুমি আমার ছোট্ট পাখি
ডালে ডালে নাচা।

তুমি আমার খোলা জানালা
দূর আকাশের চাঁদ,
তুমি আমার পড়ার টেবিল
বৃষ্টি ভেজা রাত।

তুমি আমার চাষার ভিটা
কালো মেয়ের গান,
তুমি আমার কার্তিক মাস
সবুজ ক্ষেতের ধান।

তুমি আমার শীতের সকাল
গরম ভাপা পিঠা,
তুমি আমার পান্তা ভাত
সাথে মন্ডা মিঠা।

তুমি আমার মা জননী
মায়ার বদন খানি,
তুমি আমার ফুলবাগিচা
হাজার ফুলের রাণী।

তুমি আমার মুক্ত মনের
মুঠোয় মুঠোয় হাসি,
তুমি আমার স্বাধীনতা
তোমায় ভালবাসি।