সুখগুলো সব তোমার ভাগে, দুঃখ যত আমার হোক,
মগজবিদ্ধ ভাবনায় এমন-“তুমি নিছক বোকা লোক!”
আমার এথায় ঝরাপাতা, তোমার গোলাপ ফুটবে,
অরুণ প্রাতে বৃষ্টি ভেজা,মিষ্টি আলো লুটবে,
ভাবলে কেন সকল সকাল রইবে পরে মুখ লুকায়ে
আমার যত সূর্যালোক॥
তোমার বাগে ফাগুন বাহার, আমার পাখি গান ভোলা,
আমার আকাশ ঢাকবে এসে বজ্র কালো মেঘগুলা,
এত দিনের ভাঙ্গবে নিয়ম সুখ যত চাই তোমার তরে,
দুঃখ তবু আমার হোক॥
***