বারে বারে ঠুকছে ছালাম
পা ছুঁয়েও মন ভরছে না,
সামনে পরে মেকি হাসছে
তাও বুঝি চোখ পরছে না।

মনের দোলায় দুলছে একা
স্যার কি আমায় চিনলো ঠিক,
নাকি একটু কর্ণ কথায়
বুঝিয়ে দিব সর্বদিক?

যেমনি ভাবা তেমনি কর্ম
নিচু শিরে একটু বেশ,
বলল স্যারের দাদা মশাই'র
কলব করা পাকনা কেশ।

আমার দাদার নাপিত বংশ
খুড়ের খ্যাতি বলব কি,
লক্ষ্মণ সেনের দাড়ি ছেঁচে
বকশিস পাইলেন এক সিকি।

মা বলে, ‍‍“বাপ কম কি হে তুই
দাদার মতো বিখ্যাত,
ছাঁইয়ে কেমনে সোনা ফলায়
তোমায় দিছি শিক্ষা তো”।

আমিও স্যার কর্মী ভাল
কর্মে ভুলি রাত্রিদিন,
কাজ করি কম, নিখুঁত করি
দারদারি না মাইনে ঋণ।

উড়ো কথায় শুনছি অনেক
আমার হাতের যশ, খ্যাতি,
আমায় দিয়ে এই প্রতিষ্ঠান
হইছে বেজায় উন্নতি।

আপন গুনের করবো প্রচার
আমি নই স্যার এমন লোক,
পিঁপড়ায় কাটছে আপনার জামা
শুনে পাইছি দারুণ শোক।

আপনার শরীর, পোষা প্রাঁণীর
জানতে চাই সব খােঁজ খবর,
ভাগ্যিস মোরা নিচের পোষ্টে
যেথায় আপনার সুনজর।
-----------------------------
উৎসর্গঃ সেই সকল লোকেদের জন্য যারা চাটুকারি করতে গিয়ে নিজের অজান্তে নিজেকেই ছোট করছে।