সেই যে কবে কথা ছিল তোমার কথার জবাব
পৌঁছাই যেন মনে করে, মন ভোলা তো স্বভাব!
হাজার দমে আমার ভাবনা তোমার মনে ভাসে,
সকাল সাঁঝে সকল কাজে তোমার ছায়ার পাশে,
কেন বুঝ না ফাগুন ফুরায়, নীল ভোমরার অভাব।
নীল আকাশে জোড়ার পাখি সন্ধ্যা যখন আসে
উড়ে উড়ে ফিরবে নীড়ে আমি তোমার পাশে।
তার যত সব অন্তরজ্বালা তা আমার জানা সব,
ঘুমের চোখে জানালা খুলে যখন দুষ্টু রোদে,
শখের দুঃখ তোমায় পেয়ে সুখের কাদা কাঁদে,
আমার সকাল কেমনে কাটে জানাই যেন তার জবাব!
সেই যে কবে ফাগুন গেল, গেল কথার দিন,
হারিয়ে যাওয়া কথার দেনায় আজও কি কেউ ঋণ,
নাকি ভুলেছ ওসব, ছেলে মানুষি যত সব।