কাল বোশেখি ঝড়ো হাওয়ায় যে ঘর ভাংগেনি
তুমি এসে নিমিষেই ভেংগে দিলে
মায়ের আচল ছাড়া যেজন কিছুই বুঝে নি
তুমি এসে তোমার করে নিলে।
সেই ছেলেটা আজকে তাহার মাকে চেনে না
বাবার মুখে একটি বারও ফিরে তাকায় না।
ভাইকে ছাড়া যে ছেলেটা বসতো না ত খেতে
বোনের কাছে নিঃসংকোচে দুহাত দিত পেতে
সেই ছেলেটা নেয় না এখন ভাইয়ের কোনো খুজ
বোন থাকে তার অপেক্ষাতে অসুস্থতায় রোজ।
কাউকে দেখার এখন সে আর সময় ত পায় না।
স্বজন সুজন নিয়ে যাহার কাটত রাত আর দিন
হাসতো সুখে, কাতর হতো বাজলে ব্যাথার বীণ
চাইতো সদা সবার মুখে ফুটুক গোলাব হাসি
আনন্দেতে সবার উঠোন ভরুক রাশি রাশি।
এখন তাহার মনের বাগে খুশবু ছড়ায় না।
বিয়ের হলো মাত্র ক'দিন তুমি আসার পরে
সব প্রিয়জন একে একে দিচ্ছ ঠেলে দূরে।
তুমি এখন সবকিছু তার অন্য সবাই পর
তোমায় নিয়ে হরহামেশাই কাটছে জীবন ঘর।
অন্য কারো খবর নেয়ার ফুরসত পায় না।