করিয়া তিস্তা তিস্তা
কাগজ গেলো দিস্তা দিস্তা
এবারো হইলোনা চুক্তি
তবুও আছে দাদায় ভক্তি।
দিলটা দাদার বড়ই খোলা
ঝুলিয়ে তিস্তার মুলা
এবার হয় নি আবার হবে
দাদার সনে দেখা যবে।
চুক্তিত অনেক হলো
এক তিস্তা না হয় রলো
কি হবে আর পানি দিয়ে
ভালবাসার শরাপ পিয়ে।
বেশি চাওয়া ভালো নয়
এতে বন্ধুত্ব নষ্ট হয়
এক তিস্তার লাগিয়া যেন
বন্ধুত্ব নষ্ট হবে কেন?