তুমি লিখলে,ভুলভাল
হয়ে যায় প্রেমের চিঠি
আমি লিখলে,জীবনের হাল
হয়ে যাই সলিল সমাধি।
তুমি ডাকলে, কর্কষ সুরে
মনে হয় কোকিলের গান
আমি গাইলেও, রাখ দূরে দূরে
বাজে শুধু ব্যাথার তান।
তুমি কাঁদলে, আকাশের মেঘ
ঝরো ঝরো বৃষ্টি হয়
আমি হাসলে, চাঁদ মুখ লুকোয়
জোনাকিরা না বুঝি সয়।
তুমি চাইলে, রাতের তারা
খেলা করে অমানিশায়
আমি ছুটলে, ঝলমল আলোয়
সূর্যও মেঘেতে হারায়।
তুমি পড়লে, ছড়া-কবিতা মোর
পায় বুঝি পরশ প্রাণের
আমি জেনে গেলে পাঠের খবর
বদলে যায় জীবনমানের।