বাঁচবি না যে আমায় ছাড়া বলছিলে তুই
বেঁচে আছিস দিব্যি আজো কেমনে গো সই?
আয়েশে আছিস বুঝতে পারি চালচলনে
আমায় তবে মাতিয়ে ছিলি ভুল বলনে!
তোর স্বপনে বিভোর ছিলাম এই যে আমি
জানতি না তুই জানতো সে এক অন্তর্যামী
তোকে ছাড়া কেমন আছি বুঝবি না রে
ছন্নছাড়া জীবন আমার হা রে রে রে।
হাসবি না তুই মোর বিরহের যন্ত্রণাতে
আমার এ হাল হয়েছে তোর মন্ত্রণাতে
কেন্ বাজালি মনের ঘরে প্রেমের বাঁশি
কোন ছলনায় দিচ্ছিস আজ মুচকি হাসি?
পুড়বিরে তুই একদিন ঠিক কাটলে মোহ
উঠবে জ্বলে তোর ভেতরে প্রেমের দ্রোহ
জ্বলে জ্বলে অঙ্গার হবি দেখবে না কেউ
শান্তনা নিস এটাই ভেবে ভালো নেই সেও।