ঘুম ভাংগিলে পাবে তুমি অনিন্দ্য সকাল
আর যদি না ভাংগে ঘুম পাবে পরকাল।

অমুঘ সত্য জানার পরে
কেমনে থাক ঘুমো ঘোরে
ভাবছো কি মন, ভাবছো কি মন
আজ মরিলে কেমন হবে হাল।

সেদিন গুলোর কথা ভেবে
জীবন চালাও মেপে মেপে
পরকালের কথা ভেবে
জীবন চালাও মেপে মেপে
আর না হলে, এমনি সময়,
পার করিলে ঠুকবেরে কপাল।

সত্য ও সুন্দরের পথে
জীবন চালাও শুদ্ধ মতে
আল্লাহ ও রসুলের পথে
জীবন চালাও শুদ্ধ মতে
তবেই তুমি মুক্তি পাবে
বাঁচবে তোমার ইহ পরকাল।