অদ্ভুত স্বপ্নেরা খেলা করে প্রতিদিন
স্বপ্নে বিভোর আমি,ক্ষয়ে যায় ক্ষণ
জীবনের হালখাতায় শুন্যতা শুধু
মোহের পেয়ালা হাতে, আসে মরন।
নিশিতে বা প্রহরে জানেনা কখন
ডাক আসে মরনের,দিত্তে পাড়ি
যোগ বিয়োগের হিসাব হয়না শেষ
চলে যায় সকলেই,দিয়েই আড়ি।
কতজনেই পাড়ি দিলো দেখিলাম চেয়ে
নিজেই শুধু থাকিলাম স্বপ্নে বিভোর
আর কতদিন কত কাল থাকবো আমি
কাটবে কি কোনদিন মোহের ঐ ঘোর।