একটি সন্ধ্যাকে ,রাতে নিয়ে যাব বলে
সূর্যকে বলি তুমি একটু দূরে যাও এখন চলে।
সূর্য হারায় পশ্চিমের দেশে সাথে নিয়ে সব আলো
ধরণীর বুকে ঢেলে দিয়ে যায় নিকষ নিগূঢ় কালো।
খানিক পরেই চাঁদ মামাটা মিটিমিটি দেখো হাসে
আকাশের গা জুড়িয়া তখন তারার মেলা ভাসে।
চাঁদের সাথে গড়াগড়ি করি তারায় মাখামাখি
নশ্বর ধরায় ছড়ায়ে হাসি জ্যোৎস্নার থাকাথাকি।
মৃদুমন্দ বাতাস বহে হাসনা সুবাস ছড়ায়
মিষ্টি মধুর ভালোলাগা এক সুখের আবেশে জড়ায়।
ছন্দে হারায় রাতের বাহার ফেরে সোনা প্রভাত
মায়াময় এই রাতটি যেন ডাকছে বাড়ায় দুহাত।