মানুষ যখন মঙ্গলগ্রহে বসত গড়তে যায়
মোল্লারা তখন আরেক মোল্লার গীবত শুধু গায়।
মানুষ যখন চাঁদের বুকে পদচিহ্ন আঁকে
মোল্লারা তখন পড়ে আছে আরেক মোল্লার বাঁকে।
মানুষ যখন সিন্ধু সেচে মুক্ত আনে ঘরে
মোল্লারা তখন ব্যস্ত আছে মিলাদ কিয়াম পড়ে।
মানুষ যখন দুনিয়াজুড়া বিজয়ের গান গায়
মোল্লারা তখন জীবন কাটায় মাজার খানকায়।
মানুষ যখন আকাশ জুড়ে খেলছে নানান খেলা
মোল্লারা তখন মাটির পরে বসায় শিন্নির মেলা।
মানুষ যখন কোরআন নিয়ে করছে গবেষণা
মোল্লারা তখন তাবিজ নিয়ে করছে বেচা-কেনা।
মানুষ যখন মত্ত আছে নতুন আবিস্কারে
মোল্লারা তখন ব্যস্ত শুধু অন্যে তিরোস্কারে।