সুর্য হাসে কার মহিমায় ভোরে
মিষ্টি হাসির চাঁদ দেখ রয় দূরে
রাতের গায়ে তারার বসে মেলা
উঠোন জুড়ে জোনাক করে খেলা।
বলতে পারো কার সে অপার দান?
শিল্পী কে সে কোন সে মহীয়ান?
মিষ্টি সুখে বৃষ্টি ধরায় ঝরে
সুভাষ ছড়ায় গোলাব থরে থরে
মেলছে ডানা দূরের কোনো পাখি
মুগ্ধতাতে জোড়ায় যে মোর আঁখি।
দোয়েল শ্যামা কার প্রেমে গায় গান?
শিল্পী কে সে কোন সে মহীয়ান?
অন্তরের চোখ যে রাখে তার খোলা
সৃষ্টি জোড়ে শিক্ষা আছে তোলা
রাত ও দিনের আবর্তনে সেজন
আল্লাহকে তার নেয় করে প্রিয়জন।
(তাই)সর্বদা গায় আল্লাহ নামের গান।
শিল্পী কে সে কোন সে মহীয়ান?